
গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচীর আওতায় করোনায় ক্ষতিগ্রস্থ ১০ জন উদ্যোক্তাদের মাঝে ১ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এই প্রণোদনা ঋণ বিতরণ করে।
আজ বুধবার (২৮ জুলাই) সকালে মুকসুদপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এই ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো: ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
পরে উদ্যোক্তা অজুফা বেগম, সরন ফকির, পল্লব মুন্সী, এসমোতারা বেগম, রুবি বেগম, রুপালী বেগম, রিপা সুলতানা, ফারজানা ববি লোভা, সুজদা আক্তার ও রুপালী বেগমের হাতে প্রণোদনা ঋণ তুলে দেয়া হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মধ্যে ১০ জন সুফোল ভোগীর মাঝে ১ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা ঋণ বিতরণ করা হলো। এছাড়াও আরও ৫৪ লাখ টাকা ঋণের প্রস্তাব অনুমোদন হয়েছে। অচিরেই এই ঋণের টাকা বিতরণ করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900।
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com