
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বৈরাগী খাল ও ঘাঘর নদীর সাথে সংযোগ স্থাপনে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরেরর গেটপাড়ায় এ কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওসমান গনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হাসান বলেন, ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বৈরাগী খাল ও ঘাঘর নদীর সাথে সংযোগ স্থাপনে ১৬ মিটার লম্বা ও ১২ মিটার চাওড়া কালভার্ট নির্মাণ করা হবে। এ কালভার্টের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900।
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com