
নড়িয়া: গত ৫ ই জানুয়ারী অনুষ্ঠিত ৫ম ধাপের ইউপি নির্বাচনে শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান, নড়িয়া উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিকদার এর সাথে গতকাল (১১ ই জানুয়ারী) বুধবার ভোজেশ্বর বন্দরে অবস্থিত তার নিজ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন ভোজেশ্বর বন্দর সেলুন সমিতি।
উক্ত সংগঠনের সভাপতি সুভাষ শীল এবং সাধারণ সম্পাদক রতন শীল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নব নির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার এর সাথে শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রতন শীল গত বছরের করোনাকালীন সময়ে সেলুন সমিতির জন্য নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার সহযোগীতার কথা বিশেষভাবে স্বরন করেন এবং অতীতে বিভিন্ন কর্মকান্ডে তার অবদানের কথা তুলে ধরে।
নবনির্বাচিত চেয়ারম্যান এর কাছে সেলুন সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, এবং আগামীতেও তার সহযোগীতাপূর্ন মনোভাব এর কথা ব্যাক্ত করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার পূর্বের ন্যায় আগামীতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং একটি আধুনিক মডেল ইউনিয়ন গঠনে সকলের দোয়া এবং সহযোগীতা কামনা করেন।
এ সময় ভোজেশ্বর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জনাব আলী আহমেদ সিকদার,সাবেক চেয়ারম্যান জনাব মাসুক আলী দেওয়ান,নড়িয়া উপজেলা আওয়ামিলীগ এর অর্থ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন খান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900।
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com