
শরীয়তপুর: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সাত্তার মাদবর মাঝিকান্দি-শিমুলিয়া রুটের ফেরি চলাচল আবারও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির সাত্তার মাদবর মাঝিকান্দি ঘাট কর্তৃপক্ষ।
মাঝিকান্দি বিআইডব্লিউটিসির সুত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীতে তীব্র স্রোত ও উত্তাল থাকায় ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে মাঝিকান্দি ঘাট কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে সোমবার সন্ধা সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘাট থেকে মাওয়া শিমুলীয়ার উদ্দেশে কোনও ফেরি ছেড়ে যাবে না।
এর আগে একই কারণে রোববার রাত পৌনে ১০টায় আকস্মিক এ রুটে ফেরি বন্ধ করা হয়। সোমবার সকালে ফের তা চালু হয়।
সাত্তার মাদবর মাঝিকান্দি বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক ( বাণিজ্য) মোঃ সালাহ্ উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে গতকাল থেকে হঠাৎ বাতাস শুরু হলে উত্তাল হয়ে ওঠে পদ্মা। এ সময় নদীতে তীব্র স্রোত শুরু হয়। এ কারণে যেকোনও ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল সকালে পপরিস্থিতি স্বাভাবিক না হলে ফেরিতে কোনো ধরনের যানবাহন ওঠানো হবে না।’
পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900।
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com