
শরীয়তপুর: পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে দুইটি থানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) বিকাল ৫টা ১০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতু এলাকার নিরাপত্তার জন্য দুই প্রান্তে নির্মিত দুই থানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
থানা দুইটির নাম হলো- পদ্মা সেতু দক্ষিণ ও পদ্মা সেতু উত্তর থানা। এর মধ্যে পদ্মা সেতু দক্ষিণ থানা শরীয়তপুর ও উত্তর থানা মুন্সীগঞ্জ প্রান্তে। থানা উদ্বোধন উপলক্ষে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যলয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে প্রমুখ।
থানা দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৬ কোটি টাকা। ইতিমধ্যেই থানা দুটিতে একজন করে ওসি, দুজন করে এসআই, তিন জন এএসআই ও ২০ জন করে কনস্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।
উল্লেখ্য, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি পুলিশ হাসপাতাল, পুলিশের ছয়টি নারী ব্যারাক, ১২০ গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রধান ও অনলাইন জিডির উদ্বোধন করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900।
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com