
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বনগ্রাম-দুর্গাপুর-কংশুর কালিগঙ্গা খাল জনসাধারনের জন্য উন্মুক্ত ও টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের কংশুর বাসস্ট্যান্ডে ব্রিজসহ স্লুইচ গেট নির্মাণের দাবী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সদর উপজেলার করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটি এবং উলপুর ও দূর্গাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
আজ রোববার (০৪ অক্টোবর) সকাল ১১ টায় কংশুর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ মনববন্ধনে এসব গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে মো: মোশারফ হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: নওয়াব আলী ফকির, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লা, বনগ্রাম যুব সংঘের সভাপতি ইয়াসিন বিন ইমদাদ, করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি দ্বীন ইসলাম মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্বে ব্রীজ ছিলো। পরবর্তীতে সড়কটি উন্নয়ন করার সময় ব্রীজটি বন্ধ করে রাস্তা নির্মাণ করা হয়। এতে মধুমতি নদীর বিলরুট চ্যানেল থেকে বনগ্রাম-দুর্গাপুর-কংশুর কালিগঙ্গা খালে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এছাড়া উক্ত খালটি লিজ দেয়ার কারণে চাষাবাদসহ গৃহস্থালির কাজে স্থানীয়রা খালের পানি ব্যবহার করতে পারছেন না। তাই সরকারের কাছে খালটি উন্মুক্ত করা ও কংশুর বাসস্ট্যাস্ডে একটি ব্রীজসহ স্লুইচ গেট নির্মাণের দাবী জানান তারা।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ:01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com