
ঢাকা:নতুন প্রজন্মের সম্ভাবনাময় কণ্ঠশিল্পী দিদার খান। ২০১৫ সালে প্রকাশ করেন তার প্রথম মৌলিক গান ‘তুমি যেওনা দুরে’। গানটি প্রকাশের পর ভালই সাড়া পেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি প্রকাশ করলেন তার ১১তম মৌলিক গান।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান প্রোটিউন এর ব্যানারে এমআর মিউজিক বিডি-এর ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এটির কথা ও সুর শিল্পী নিজেই করেছেন। আর সঙ্গীত আয়োজন করেছেন জামান। মিউজিক ভিডিওতে দিদার খানের সঙ্গে মডেল হয়েছেন কবিতা। এটি নির্মাণ করেছেন ইয়াসিন বিন আরিয়ান।
দিদার খান জানান, এটি আমার ১১তম মৌলিক গান। গানটি আমার অনেক পছন্দের। অনেক সুন্দর মিউজিক করেছেন জামান ভাই। আমি গানটি নিয়ে অনেক আশাবাদী। আশা করি আমার এই গানটি সবারই ভালো লাগবে।
২০১৬ সালে প্রোটিউন এর ব্যানারে প্রকাশিত হয় ‘এক জীবনে’ ‘রঙিন মন’ শিরোনামের দুটি গান। এরপর ২০১৭ সালে বাসুদেবের সঙ্গীতায়োজনে সুরঞ্জলি ব্যানারে প্রকাশিত হয় ‘প্রেমের সময় প্রেম’ একক এলবাম। আর ২০১৮ সালে সিএমবির ব্যানারে প্রকাশিত হয় ‘নেশা’ গানটি। এবছর ‘তোমার হাসি’ শিরোনামের একটি গান প্রোটিউন এর ব্যানারে এবং ফিল্ম আর্ট ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com