
নওগাঁ : নওগাঁর মান্দায় ১০৭ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে করেছে র্যাব- এর সদস্যরা। শুক্রবার দুপুরে উপজেলার ফতেপুর এলাকায় নওগাঁ- রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে গাঁজা বহনের একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার।
আটককৃতরা হলেন- লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তালুক শাকাতি গ্রামের মাকছুদুর রহমানের ছেলে মাহবুর রহমান (২৩) এবং একই জেলার ভোটমারী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ ।
রাজশাহী র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ:01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com