
শরীয়তপুর : ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার।
মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ।
তৃতীয় দফার ৬২টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমাতসীন আওয়ামী লীগ। শনিবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়। রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনোনয়ন পাওয়ার পর মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার বলেন,‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে ভালবেসে পুনরায় নৌকা প্রতীকে মনোনিত করেছেন। আমার প্রতি তিনি আস্থা রেখেছেন। নির্বাচনে জয়লাভ করে পৌরসভাটি তাকে উপহার দেব, ইনশাল্লাহ। আশা রাখি নির্বাচন সুষ্ঠু হবে। পুনারয় নির্বাচনে জয়লাভ করতে পারলে এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থাকব।’
এ দফার পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ জানুয়ারী। মনোনয়নপত্র যাচাই বাছাই ৩ জানুয়ারী এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী ।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ:01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com