
শরীয়তপুর: শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ৩২ টি দলের অংশগ্রহণে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি২০ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২১। বুধবার বেলা ১১ টার সময় শরীয়তপুর স্টেডিয়ামে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাদবর প্রমূখ।
উদ্বোধনী খেলায় আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন এইচডিএমএম- ঢাকা দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন ১০০ রানে এইচডিএমএম-ঢাকা দলকে পরাজিত করেন। এর আগে নির্ধারিত ২০ ওভারের খেলায় টসে জিতে আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন ২০ ওভাওে ব্যাট কওে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে এইচডিএমএম-ঢাকা ১১.৩ ওভার খেলে ৬৫ রানে সবক’টি উইকেট হারায়।
মাসব্যাপী এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৩২ টি দল ৪টি গ্রুপে করে খেলবে।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com