
একুশের প্রথম প্রহরে বাঙালি জাতির সেই সব বীর শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহম্মদ চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষে শ্রদ্ধা জানান তাঁর সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর মিয়া মোহাম্মদ নাঈম রহমান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের শীর্ষ নেতারা। বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির সিনিয়র নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান এম আবু আশরাফ চৌধুরী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বাহান্নের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কূটনীতিক ব্যক্তিবর্গ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com