
নওগাঁ:নওগাঁর মান্দায় বালু বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে রেহেনা বিবি (৩২) এবং শহিদুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। নিহত দুই জন স্বামী-স্ত্রী। দূর্ঘটনায় তাদের মেয়ে শাকিলা (১১) ও ছেলে রাফি (৩) আহত হন। রবিবার বেলা ১১টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের গোয়ালপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। হতাহতরা নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আহত শহিদুল ইসলাম সপরিবারে মান্দা উপজেলার গোপালপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে আত্মীয়ের বাসা থেকে একটি মোটরসাইকেলে নিজ বাড়ি দারাজপুর গ্রামে ফিরছিলেন তারা। পথে গোয়ালপাড়া মোড়ে পৌঁছলে বালু বোঝাই একটি ট্রাক্টর মোটরসাইকেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রেহেনা বিবির মৃত্যু ঘটে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলাম মারা যান।
আহত সন্তানদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com