
গোসাইরহাট: শরীয়তপুরের গোসাইরহাটে জমি লিখে না দেয়ায় কুঠার দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। অাজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে আটক করে গোসাইরহাট থানা পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী আনোয়ারা বেগম(৬০) মাগরিব নামাজ শেষে চা তৈরী করার জন্য রান্না ঘরে যাওয়ার সময় তার মেঝ ছেলে আব্দুল মালেক(৪০) কুঠার দিয়ে মাথায় কোপ দেয়। পরে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেয়ায় কুঠার দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এঘটনায় নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com