
সাতক্ষীরা: সাতক্ষীরায় ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের শিকার হয়েছে। রবিবার রাতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ধর্ষক একরামুল হক (২৩) নামের এক যুবককে আটক করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে।
ধর্ষক একরামুল হক (২৩) সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের নির্মাণ শ্রমিক কামরুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রী জানান, সে তার গ্রামের পার্শ্ববর্তী একটি দাখিল মাদ্রসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তারা বাবা ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিি প্রতিদিন বাড়িতে দেরীতে ফিরে আসেনে দেরীতে। তা মা রাত কানা। এই সুযোগে লম্পট একরামুল রবিবারে রাত সাড়ে ৯টার দিকে তাদের বাড়িতে আসে। এ সময় তাকে তাদের বাড়ির ছাদে ডেকে নিয়ে যায়। পরে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে তার ভাবী ও অন্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শাহীনুর হাসান জানান, ওই মাদ্রাসা ছাত্রীর গোপনাঙ্গে রক্তাক্ত ও জখম হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে পুলিশ একরামুলকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নির্যাতিতার ভাই বাদি হয়ে ধর্ষক একরামুলের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক) ধারায় একটি মামলা (৪২নং) দায়ের করেছেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত একরামুলকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি মঙ্গলবার সম্পন্ন করা হবে।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com