
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক চাপায় আজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অপরদিকে, টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে আরো ৫ জন আহত হয়েছেন।
আজ রোববার (২১ মার্চ) দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার বিআরটিসি টেনিং সেন্টারের সামনে এসব দূর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আজাহার আলীর বাড়ী কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানিয়েছেন, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ীতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পার হতে গেলে একটি দ্রুতগামী ট্রাক আজাহার আলী চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে আজাহার গুরুতর আহত হলে স্থানীয় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিআরটিসি টেনিং সেন্টারের সামনে একটি মাইক্রবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিৎকিসা দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com