
গোপালগঞ্জ : অতি সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও জনসচেতনতামুলক প্রচারণা শুরু করা হয়েছে।
‘মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে আজ রোববার (২১ মার্চ) দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড়ও বাসষ্ট্যান্ড এলাকায় মাস্ক বিতরণ ও জনসচেতনতামুলক প্রচারণা কাযক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
পরে তিনি পুলিশ সদস্যদের সাথে নিয়ে বাসযাত্রী ও বাসস্ট্যান্ডে থাকা সাধারন মানুষ ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করে মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, সদর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এস এম শহিদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র্যাালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিহীন জনসাধারণকে মাস্ক পরিধান, সচেতনতা মূলকপ্রচারণা চালানো হয়। এসময় মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com