
শরীয়তপুর: সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দুপল্লীতে সন্ত্রাসী আগ্রাশন, অগ্নিসংযোগ, লুটপাট, বসতগৃহ ভাংচুর, মন্দির ভাংচুর, নারী-পুরুষদের উপর বর্বরোচিত নির্যাতন এর প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা ও শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট ও জগন্নাথ মন্দির শরীয়তপুর জেলা শাখার যৌথ উদ্যোগ ও আয়োজনে বৃহস্পতিবার (২৫শে মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে শরীয়তপুর জেলার প্রানকেন্দ্র জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মন্মথ কুমার দাস, অনিক ঘটক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ ঘোষ, মিহির চক্রবর্তী, কমল কৃষ্ণ সাহা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিরঞ্জন সরকার, পালং হরিসভার ভারপ্রাপ্ত সভাপতি সুশীল চন্দ্র দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্যামসুন্দুর দেবনাথ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে, সাধারণ সম্পাদক গোবিন্দ দত্ত নড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন ব্যানার্জী, জাজিরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মন্ডল, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সমীর চন্দ্র শীল, সদস্য সচিব রুপক চক্রবর্তী, যুগ্ম আহবায়ক সৈকত ভট্টাচার্য, নিলয় ভাট্টাচার্য, রিপন সাধু, বাংলাদেশ হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব হেমন্ত দাস, এডভোকেট রাধারাণী সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দুপল্লীতে সন্ত্রাসী আগ্রাশন, অগ্নিসংযোগ, লুটপাট, বসতগৃহ ভাংচুর, মন্দির ভাংচুর, নারী-পুরুষদের উপর বর্বরোচিত নির্যাতনের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে অতিদ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com