
গোপালগঞ্জ : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউরোধে লকডাউন চলাকালে সামাজিক দূরত্ব না মানায় ও মোটর সাইকেল নিয়ে বাইরে বের হবার দায়ে গোপালগঞ্জে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬ হাজার ১’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (০৫ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মিলন সাহা এসব জরিমানা করেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান জানান, লকডাউনে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না এমন বিষয়ে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সামাজিক দূরত্ব না মানায় ও হেলমেট ছাড়া মোটর সাইকেল নিয়ে বাইরে বের হবার দায়ে ৮টি মামলার মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৪ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, নির্বাহী ম্যাজিট্রেট মিলন সাহা জানান, এসময় হেলমেট ছাড়া মোটর সাইকেল নিয়ে বাইরে বের হবার দায়ে দুই যুবককে ৫’শ টাকা করে এক হাজার ও হোটেলে সামাজিক দূরত্ব না মানায় দুইজনকে এক’শ করে দুইশ টাকা জরিমানা করা হয়।
তারা আরো জানান, প্রয়োজনে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া মানুষকে মাস্ক বিতরণ করে সতর্ক করা হয়। করোনা ভাইরাস রোধে লকডাউন চলাকালে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900, নিউজ: 01711-228173, 01722388411
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com