
ঢাকা: চলতি বছরের শেষ নাগাদ রাষ্ট্রদূত সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তুতির অংশ হিসাবে বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রদূতদের সঙ্গে ইতোমধ্যে কয়েক দফা বৈঠকও করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা এনভয় কনফারেন্স করার চিন্তা ভাবনা করছি। বর্তমানে আমি বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করছি এবং আমার ইচ্ছা আছে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে এই অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূতের বৈঠক করার। পরে এনভয় কনফারেন্স করা হবে।’
কবে নাগাদ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ হতে পারে। তবে এটি ভার্চুয়ালি হবে।
উল্লেখ্য, ২০১৭ এর নভেম্বরে প্রথম রাষ্ট্রদূত সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। এরপর সীমিত আকারে ২০১৯ এ লন্ডনে আরেকটি এনভয় সম্মেলন হয় যেখানে ইউরোপের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
মফস্বল সম্পাদকঃ তানভীর আহমেদ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900।
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com