[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
[bangla_day], [english_date]

জেলা প্রশাসকের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ

জেলা প্রশাসকের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ

শরীয়তপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে পুরো জেলায় ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে।

আজ ১৫ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দেড় হাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আরও ৬ হাজার ফলদ, ঔষধি এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।
জেলাপ্রশাসক মো. পারভেজ হাসানের উদ্যোগের অংশ হিসেবে এসব চারা বিতরণ ও রোপণ করা হয়।
এসময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গাছের চারা বিতরণকালে জেলাপ্রশাসক পারভেজ হাসান বলেন, গাছ আমাদের প্রকৃত বন্ধু। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর শরীয়তপুর জেলায় স্মরণীয় করে রাখতে এবং  পারিবারিক বনায়ন  এবং  পরিবেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে  এ উদ্যোগ নেয়া হয়েছে।


error: Content is protected !!