
গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিবন্ধিদের মধ্য রান্না করা খাবার ও করোনা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়েছে।
স্থানীয় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ সোমবার (১৬ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলার বান্দল গ্রামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রান্না করা খাবার ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: লাভলু শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রাকিবুল হাসান শুভ, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে পাঁচ শতাধিক প্রতিবন্ধিদের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং করোনা মহামারিতে করোনা আক্রান্তদের সেবায় অংশ নেয় শতাধিক স্বেচ্ছাসেবকের হাতে তুলে দেযা হয়।
এর আগে ১৯৭৫ সালে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
প্রধান সম্পাদক: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার
সম্পাদক ও প্রকাশক: রাজিব হোসেন রাজন
প্রধান নির্বাহী সম্পাদক: রোকনুজ্জামান পারভেজ
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: মিরপুর-১,শাহআলীবাগ,ধানক্ষেতের মোড়, ৩৭/৪ A
শরীয়তপুর কার্যালয়: সদর রোড, শরীয়তপুর। A
মোবাইল: 01316044900।
news16bdtv@gmail.com, মফস্বল: news16bddesk@gmail.com