[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
[bangla_day], [english_date]

প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে রাতের আঁধারে বাড়ি বাড়ি গেলেন গোসাইরহাটের ইউএনও

প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে রাতের আঁধারে বাড়ি বাড়ি গেলেন গোসাইরহাটের ইউএনও

গোসাইরহাট: গোসাইরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন। এসময় তিনি গোসাইরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জরাজীর্ণ ঘরে বসবাসকারী মানুষের হাতে ভিজিএফ এর চাল তুলে দেন। এই বিষয়ে তিনি বলেন, উপযুক্ত কিন্তু তালিকায় ভুলবশত বাদ পরা অসহায় মানুষের ঘরে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিতে আমি জেলা প্রশাসকের নির্দেশে এই উদ্যোগ নিয়েছি।
এই সময় উপস্থিত সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত বলেন, ইউএনও স্যার চান ঈদের দিন অন্ততপক্ষে একটি ঘরেও কেউ অভুক্ত না থাকে।

শারীরিক প্রতিবন্ধী, আবুল কালাম (৬২) বলেন, এই ঝড়ের মধ্যে রাতের বেলা ইউএনও স্যার আমাদের জন্য চাল নিয়ে আসবেন স্বপ্নেও ভাবিনি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোসাইরহাট উপজেলার ইউএনও কাফী বিন কবির এর পূর্বে পথে ঘাটে পরে থাকা অসুস্থ রুগীদের চিকিৎসার দায়িত্ব নিয়ে ও জরাজীর্ণ ঘরে টিন দিয়ে মানুষের মধ্যে মানবিক ইউএনও হিসেবে খ্যাতি অর্জন করেছেন।


error: Content is protected !!