[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date]
[bangla_day], [english_date]

সিদ্দিকুর রহমান সিকদার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৬০০ পরিবারকে খাদ্যসামগ্রীসহ ৫০টি পিপিই ১০০০ টি মাক্স বিতরণ

সিদ্দিকুর রহমান সিকদার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৬০০ পরিবারকে খাদ্যসামগ্রীসহ ৫০টি পিপিই ১০০০ টি মাক্স বিতরণ

ডামুড্যা: এরই মধ্যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিনকে দিন বেড়েই চলেছে। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। আর করোনাভাইরাস মোকাবেলার ‘যুদ্ধে’ ঘরে থাকতে গিয়ে নিম্ন আয়ের শ্রমজীবীরা কর্মহীন হয়ে পড়েছে। গতকাল বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক, ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও কনফিডেন্স ইন্ড্রাস্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীয়তপুর তথা ডামুড্যার ঐতিহ্যবাহী সিকদার পরিবারের কৃতি সন্তান খালেদ রহমান সিকদার এর অর্থায়নে তার প্রয়াত বাবা সিদ্দিকুর রহমান সিকদার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ডামুড্যা পৌরসভা এলাকার ৬০০ জন দুস্থের মাঝে চাল, ডাল, তেল,আলু,লবনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এব্যাপার মুঠোফোনে তিনি বলেন ‘মানবতা সবার আগে, এরপর অন্য কিছু। আগে মানুষ বাঁচুক, পরে চিকিৎসা হবে। নিজেরা পেট পুরে খেয়ে শান্তিতে থাকব আর অসহায় মানুষেরা না খেয়ে কষ্ট করবে, তা হয় না। আমি প্রথমে পৌরসভার ৬০০শত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি এর পরে প্রতিটি ইউনিয়নে বিতরণ করবো ইনশাআল্লাহ।’ এছাড়াও খবর নিয়ে যানা যায় তার এলাকার মধ্যবিত্ত পরিবারের সদস্যদের নিরবে তিনি সাহায্য করে যাচ্ছে মরহুম সিদ্দিকুর রহমান সিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৫০ টি পিপিই, ১০০০ মাস্ক ও নগদ অর্থ প্রদান করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়া মানুষজনকে সরকার খাদ্যসহ অন্যান্য সহায়তা তো দিচ্ছেই, খালেদ রহমান সিকদার এর মতো বিভিন্ন বিত্তবান ব্যক্তি ও সংগঠনও তাদের দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।


error: Content is protected !!